অবশেষে পদ হারালেন ওমর ফারুক

স্টাফ রিপোর্টার অপরাধ টিভিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৬৩৬ বার পঠিত

যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে ওমর ফারুক চৌধুরীকে। রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুবলীগ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ক্যাসিনো কা-ে জড়িত নেতাদের মদত দেয়া, কমিটি বাণিজ্য ও অবৈধ উপায়ে অর্থ আয়ের অভিযোগ উঠায় ওমর ফারুক চৌধুরীকে সংগঠন থেকে সরিয়ে দেয়ার আলোচনা চলছিল গত কয়েক দিন ধরে। অভিযোগ উঠায় তার ব্যাংক হিসাব তলব করে দুদক। দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়। ৭১ বছর বয়সী ওমর ফারুক যুবলীগের নেতৃত্বে থাকা নিয়েও প্রশ্ন ছিল। গণভবনে অনুষ্ঠিত বৈঠকে ওমর ফারুকসহ চার নেতাকে ডাকা হয়নি। বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে আহবায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে সদস্য সচিব করে যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। বর্তমান নির্বাহী কমিটির সবাইকে কমিটির সদস্য করা হয়েছে।

যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন, শহিদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, অ্যাডভোকেট বেলাল হোসাইন, আলতাব হোসেন বাচ্চু, মো. সিরাজুল ইসলাম মোল্লা, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভুঁইয়া মাখন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ডা. মোখলেছুজ্জামান হিরু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, মনজুর আলম শাহীন, নাসরিন জাহান চৌধুরী শেফালী, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, আমির হোসেন গাজী, মুহা. বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসিম পাভেল, আসাদুল হক, এমরান হোসেন খান,আজহার উদ্দিন ও ফারুক হাসান তুহিন। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর