আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী মুজাহিদুল ইসলাম দিদার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৭২৯ বার পঠিত

আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী মুজাহিদুল ইসলাম দিদার

এমরান হোসেন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
দুঃসময়ের আওয়ামীলীগের কান্ডারী, বিএনপি-জামায়াতের নির্যাতনের শিকার ত্যাগী পরিশ্রমী আওয়ামীলীগকর্মী মুজাহিদুল ইসলাম দিদার লক্ষ্মীপুর জেলার বৃহত্তর রামগতি উপজেলার ৭ নং ইউনিয়নের আওয়ামী লীগ পরিবারের সন্তান। ১৯৮৯ সালে নোয়াখালী কলেজ শাখা ছাত্রলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের সক্রিয়তায় নাম লেখান।

বহু ত্যাগ-তিতিক্ষা ও নির্যাতনের মধ্য দিয়ে ২০০১ সালে বৃহত্তর রামগতি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে পুনরায় যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৪ সালে রামগতি আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হয়ে অধ্যবধি সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।


মুজাহিদুল ইসলাম দিদার বর্তমানে লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য। তিনি ২০০৮ ও ২০১৪ সালে রামগতি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করেন।

স্বচ্ছ দক্ষতা সম্পন্ন মুজাহিদুল ইসলাম দিদার দুঃসময়ে আওয়ামীলীগের কান্ডারী, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে জনগণের সেবা করার উদ্দেশ্যে তিনি চররমিজ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে আশা প্রকাশ করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর