ইতিহাসের খলনায়ক ছিলেন জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৩ বার পঠিত

জিয়াউর রহমান ছিলেন ইতিহাসের খল নায়ক
হিজলবাড়ীয়ায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে-আ.লীগ নেতা এমএ খালেক

গাংনী অফিসঃ আগষ্ট মাসেই স্বাধীনতার বিরোধী শক্তিরা নানা ষড়যন্ত্র লিপ্তে মরিয়া হয়ে উঠে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে আগষ্ট মাসের ১৫ তারিখে হত্যার শিকার হয়েছিলেন। এর দীর্ঘ বছর পর তারই যোগ্য কন্যা,জননেত্রী শেখ হাসিনা ২১ আগষ্ট বোমা হামলার শিকার হয়েছিলেন। বোমাঘাতে তিনি বেঁচে গেলেও স্বাধীনতার সপক্ষের দল আ.লীগের/ নেত্রী আইভি রহমানসহ অনেককে জীবন দিতে হয়েছিল।তাই আগষ্ট মাস আসলেই
স্বাধীনতার বিরোধী শক্তি বিএনপি-জামায়াতরা বেপোরোয়া হয়ে পড়ে।

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়ীয়া (৫নং ওয়ার্ড) আ.লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে কথাগুলো বলেন, মেহেরপুর জেলা আ.লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এমএ খালেক।
আ.লীগ নেতা এমএ খালেক তার বক্তব্যেই আরো বলেন,বঙ্গবন্ধুর হত্যার ঘটনায় জিয়াউর রহমানের ষড়যন্ত্র ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জিয়াউর রহমান ইতিহাসের খলনায়কের পরিচয় দিয়েছিলেন। জিয়াউর রহমান ছিলেন মানিলন্ডারিংয়ের মহানায়ক। বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িতদের চাকরীতে পদোন্নতি দিয়েছিলেন জিয়াউর রহমান।

গতকাল সোমবার বিকেলে হিজলবাড়ীয়া গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহারবাটী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ইউনুস আলী।

গাংনী পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জীবন আকবর-এর সঞ্চালনায়- অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাহারবাটী ইউনিয়ন আ.লীগের সভাপতি আকরাম আলী খাঁন,গাংনী পৌর আ.লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু,গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন।
এসময় বক্তব্য রাখেন,গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবীব,হিজলবাড়ীয়া ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
এসময় উপ¯ি’ত ছিলেন,জেলা আ.লীগের সদস্য ফেরদৌস আলী,ছাত্রলীগ নেতা রাবিকুল ইসলাম টুটুল,আশিকুজ্জামান পিন্টু,¯’ানীয় আ.লীগ নেতা মশিউর রহমান মন্টু মাষ্টার,মহিবুল ইসলাম,ইউপি সদস্য ফেরদৌসী খাতুন,ইউপি সদস্য নিজাম উদ্দীন,আ.লীগ নেতা বাবলু হোসেন,আবুল কাশেম,আব্দুল গনি,আব্দুর রাজ্জাক,শফিউল ইসলাম,বিল্লাল হোসেন,ইদ্রিস আলী,মঞ্জরুল আলম মুন্টু প্রমুখ।

আয়োজনের প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ গোলাম আজম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর