ইসরাইলের সন্ত্রাসী হামলা বন্ধের দাবিতে মানববন্ধন করে মেহেরপুর জেলার সর্বস্তরের ছাত্র ছাত্রী।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৫০৭ বার পঠিত

 

ইহুদি রাষ্ট ইসরাইলের আগ্রাসনের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদের রক্ষার জন্য মানববন্ধন করেন মেহেরপুর জেলার সকল স্তরের ছাত্রছাত্রীরা।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি মেহেরপুর বড় বাজার থেকে শুরু করে মেহেরপুর কলেজ মোড়ে এসে সমাপ্তি করে।

আজ বুধবার ভরা রোদ দুপুরকে উপ্পেক্ষা করে মানবন্ধন করে মেহেরপুর জেলার সকল স্তরের ছাত্র ছাত্রী বিন্দু। তারা ফিলিস্তিনের মানুষের উপর হামলা বন্ধের ও ফিলিস্তিনের অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান, তারা আরও জানান আমরা বাংলাদেশ সরকার ও বিশ্বের সকল মুসলিম রাষ্টের কাছে আবেদন করছি তারা যেন এই সময় ফিলিস্তিনি মুসলিম ভাইদের পাসে দাড়ায়,তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং ইসরাইল এর হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদের রক্ষার জন্য বিশ্বদরবারে চাপ সৃষ্টি করে।

ফিলিস্তিনের সাধারণ জনগণ ও শিশু হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেহেরপুর জেলার সকল স্তরের ছাত্র ছাত্রী কতৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচি।

ইহুদি রাষ্ট ইসরাইল এর প্রধানমন্ত্রী ইয়ানহুর প্রতি তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন মেহেরপুর জেলার সকল স্তরের ছাত্র ছাত্রী বিন্দু।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর