ইসলামি আন্দোলন বাংলাদেশ হরিণাকুণ্ডু উপজেলা শাখায় যোগদান করলেন সাংবাদিক জাফিরুল ইসলাম। সোমবার ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক মাওঃ শাহ্ মোঃ এনামূল হক ফয়েজীর হাতে সদস্য ফরম পূরনের মাধ্যমে ইসলামি আন্দোলন বাংলাদেশ এ যোগদান করলেন।যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঝিনাইদহ জেলা শাখার সহসভাপতি, ইসলামি ঔক্য আন্দোলন বাংলাদেশ এর হরিণাকুণ্ডু উপজেলা শাখার সদস্য হিসাবে কাজ করছিলেন।
এছাড়াও তিনি সততা ও নিষ্ঠার সাথে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইদহ জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ মাদকবিরোধী ফোরাম হরিণাকুণ্ডু উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে কাজ করছেন।
যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই এর আদর্শে বিশ্বাসী হয়ে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শ্লোগানকে বুকে ধারন করে যোগদান করেন।