দেশের সীমান্ত দিয়ে বাংলাদেশি ছাড়া অন্য কেউ ঢুকলে তাদের বিদায় করে দেয়া হবে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন দেখে ভারত থেকে ফড়িয়া ধরে এদেশে লোক আসছে। তবে বাংলাদেশের লোক ছাড়া অন্য কেউ বাংলাদেশে ঢুকলে তাদের বিদায় করে দেয়া হবে।’
১৫ ডিসেম্বর, রবিবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত থাকলেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছেন, এটি দেশটির অভ্যন্তরীণ বিষয় এটি নিয়ে উদ্বেগের কিছু নেই।
তিনি আরো বলেন, ‘ভারত থেকে জোর করে কাউকে বাংলাদেশে পাঠানো হচ্ছে না।’ ভারতে অনেকে অভাবে পড়ে চাকরির খোঁজে এ দেশে আসতে পারেন বলেও মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘ভারতের নাগরিক তালিকা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তারা আমাদের আশ্বস্ত করেছে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।’
ভারত সফর বাতিলের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি অলিখিত নিয়ম আছে মন্ত্রী-সচিব একই সময়ে বিদেশে যাওয়া যায় না। আমার ভারত সফরে যাওয়ার সময় প্রতিমন্ত্রী-সচিব বিদেশে অবস্থান করছিলেন। সে কারণে সফর বাতিল করা হয়েছে।’