উলিপুরে কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের দায়ে অভিযুক্ত আসামী আটক।

শাহীন মন্ডল , উলিপুর (কুড়িগ্রাম)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৭৩৯ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে কলেজ পড়–য়া এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে আদালতে সোর্পদ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার কাশির খামার গ্রামের ওই ছাত্রীর সাথে পাশ্ববর্তী গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের আব্দুল কাইয়ুম আলীর পুত্র কলেজ ছাত্র নাজমুল হুদা’র (১৮) দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক চলে আসছিল। এ সুবাদে ওই কলেজ ছাত্রী নাজমুল হুদার বাড়িতে যাওয়া আসা করত। গত ২৩ অক্টোবর বাড়িতে কেউ না থাকার সুযোগে নাজমুল হুদা ওই কলেজ ছাত্রীকে বাড়িতে নিয়ে এসে জোর পূর্বক ধর্ষন করে। এ ঘটনায় ওই ছাত্রী নিজ বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পড়েন এর কয়েকদিন পর ধর্ষনের বিষয়টি বাবা-মা কে জানান। এ ব্যাপারে ওই ছাত্রীর অভিভাবকগণ ছেলে পক্ষকে বিষয়টি জানালে তারা এড়িয়ে চলেন। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার নাজমুল হুদার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ নাজমুল হুদাকে আটক করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান অপরাধ টিভিকে, ধর্ষন মামলায় গ্রেপ্তার নাজমুল হুদাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর