উলিপুরে খেলার ধারাভাষ্য দি‌তে গি‌য়ে প্রাণ গেল যুব‌কের

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৫২ বার পঠিত

 

কুড়িগ্রামের উলিপুরে ফুটবল খেলার ধারাভাষ্য দি‌তে গি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আতাউর রহমান আতা (২৩) না‌মে এক যুব‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। নিহত যুবক বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের আঠারপাইকা গ্রা‌মের সা‌বেত আলীর ছেলে। এ ঘটনায় একই গ্রা‌মের বিবুরু‌দ্দি‌নের ছেলে শিমুল মিয়া গুরুতর আহত হ‌য়ে‌ছেন।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, র‌বিবার (২০ জুন) সন্ধ‌্যা ৬টার দি‌কে উপ‌জেলার আঠার পাইকা ভা‌টিটা‌রি গ্রা‌মে পার্শ্বব‌র্তী সেচ লাইন থে‌কে বিদ‌্যুৎসং‌যোগ নি‌য়ে মাইক বা‌জি‌য়ে একদল যুবক ফুটবল খেল‌ছিল।

খেলার সময় একজন ফুটবল‌টি জো‌রে আঘাত কর‌লে বল‌টি খেলার মা‌ঠের পা‌শে বিদ‌্যু‌তের খুঁটির ট্রান্স‌মিটা‌রের তা‌রে ধাক্কা লা‌গে। প‌রে আক‌স্মিক মাই‌কে বিদ‌্যুতের লাইন সঞ্চালন হয়।

এ সময় খেলার ধারা বিবরণী দি‌তে থাকা আতাউর রহমান বিদ‌্যুৎস্পৃষ্ট হন। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়ার প‌থে তার মৃত‌্যু হয়। এ ঘটনায় তার পাশে থাকা শিমুল মিয়া (১৪) না‌মে এক কি‌শোর গুরুতর আহত হন।

স্থানীয় ইউ‌পি সদস‌্য আশরাফুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর