কুষ্টিয়ার উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য জননেতা জনাব মাহবুব উল আলম হানিফ এমপি ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা’র রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ১৯ নং ওয়ার্ডের প্রতিটা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবুর উদ্যোগে উক্ত ওয়ার্ডের দশটি মসজিদে ২১ তারিখ মঙ্গলবার বাদ আসর ও মাগরিবের নামাজের পর দুই ভাইয়ের দ্রুত সুস্থতা কামনার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ১৯ নং ওয়ার্ডের চৌড়হাস ফুলতলা বাইতুল মামুর জামে মসজিদ, চৌড়হাস ১নং কলোনি জামে মসজিদ, জগতি হাটপাড়া জামে মসজিদ, চৌড়হাস আমেনিয়া জামে মসজিদ, জগতি শাহপাড়া জামে মসজিদ, চৌড়হাস কুঠি পাড়া জামে মসজিদ, চৌড়হাস গোরস্থান পাড়া জামে মসজিদ, চৌড়হাস মোড় জামে মসজিদ, চৌড়হাস ইন্দারা পাড়া জামে মসজিদ, চৌড়হাস শাহপাড়া জামে মসজিদ ও জগতি ১নং কলোনি জামে মসজিদে একযোগে দুই ভাইয়ের দ্রুত সুস্থতা কামনার জন্য প্রতিটা মসজিদের ইমাম দোয়া প্রার্থনা করেন।
চৌড়হাস ফুলতলা বাইতুর মামুর জামে মসজিদে মাগরিবের নামাজের পর দোয়া প্রার্থনায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু। এছাড়াও প্রতিটা মসজিদে দোয়া প্রার্থনার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।