ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এসএসসি পরীক্ষর্থী মিলুকে পিটিয়ে গুরুতর জখম করেছে সুমন ও তার বাহিনী । আহত মিলু হরিণাকুণ্ডু উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। মঙ্গলবার দুপরে হরিণাকুণ্ডু সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। আহত মিলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে,পরীক্ষা শেষে উপজেলাধীন সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে কিছু ছাত্রদের হট্রগোল দেখে মিলু সেখানে গেলে হঠাত করেই সুমন তার উপরে চড়াও হয়।সুমনের সাথে সাথে তার সাথে থাকা তার সঙ্গীরাও তাকে বেধড়ক পিটিয়ে আহত করে।পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মিলু বলে,কিছু বুঝে ওঠার আগেই সুমন তার বাহিনী নিয়ে আমার উপরে হামলা চালাই।সুমনের বাসা টাওয়ার পাড়া সে লালন শাহ কলেজে পড়ে।বাকিদের চিনিনা তবে পরে জানতে পেরেছি তারা রঘুনাথপুর ইউনিয়নের মাঠ আন্দুলিয়া গ্রামের সাইফুল ও সোহাগপুর গ্রামের শফি ও রনি। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,ঘটনাটি দুঃখজনক, তবে এখন পযর্ন্ত তিনি কোন অভিযোগ পাননি।অভিযোগ পেলে অবশ্যই তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।