ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সোমবার(৭,মার্চ)সকালে আরপিএমপির সন্মানিত পুলিশ কমিশনার জনাব মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয় সহ আরপিএমপির সকলস্থরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মেট্রোপলিটন পুলিশের চৌকস পুলিশ সদস্যরা সশ্রদ্ধ সালাম ও গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ কমিশনার আব্দুল হালিম মাহমুদ বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য দিন। ১৯৭১ সালের এদিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। লাখো মুক্তিকামী মানুষের উপস্থিতিতে মহান নেতা শেখ মুজিব ঘোষণা করেন, “রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ”। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, “জয় বাংলা”। বঙ্গবন্ধুর এই বলিষ্ঠ ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। এরপরেই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। এরপর ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্ত ও ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নামের একটি রাষ্ট্র। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের এই ইতিহাস অবশ্যই জানতে হবে।