কালীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
আজগর পাঠান, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি ঃ গাজীপুরের কালীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে,আলোচনা ও মত বিনিময় সভা করা হয়েছে।মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিনিটি পুলিশ সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখেই গাজীপুরের কালীগঞ্জে আলোচনা ও মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ.কে.এম জহিরুল ইসলাম।এসময় বক্তব্য রাখেন
রাখেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার “পংকজ দত্ত”
উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম সরকার তোরণ, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি এসএম রবিন হোসেন ও প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক এবং সঞ্চালনায় ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এ.কে.এম তারিকুল ইসলাম।
গাজীপুর জেলা পুলিশের আয়োজনে ৩১ অক্টোবর-শনিবার দুপুরে উপজেলা শহীদ ময়েজউদ্দিন অডিটরিয়ামে উক্ত আলোচানা ও মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।