কালীগঞ্জে চাঁদার দাবিতে ৭নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে হামলার অভিযোগ

আজগর পাঠান কালীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৮৭ বার পঠিত

প্রাণ-আরএফএল কোম্পানী থেকে ওয়েস্টেস(পরিত্যক্ত লোহা) মালামাল বের করতে বাধা অতঃপর স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে। এই সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ী মো.মাদবর আলী মাদু বাদী হয়ে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম শেখকে প্রধান আসামি করে ৮ জনের নামে ৬/৭ জনকে অজ্ঞাত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে এগোরটায় কালীগঞ্জ পৌরসভার গোলাবাড়ি সংলগ্ন প্রাণ-আরএফএল কোম্পানীর সেন্টার ওয়ার্কসপে।

তবে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর নুরে আলম শেখ বলেন, আমরা কারো উপর হামলা করিনি।

চাঁদা সংক্রান্ত লিখিত অভিযোগের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই তানিয়া আক্তার।

ব্যবসায়ী মো.মাদবর আলী মাদু বলেন, আমি শনিবার সকালে গোলাবাড়ি প্রাণ-আরএফএল কোম্পানীর সেন্টার ওয়ার্কসপ থেকে পরিত্যক্ত লোহার মালামাল পিকআপে ভরে কোম্পানী থেকে বের হওয়ার সময় স্থানীয় কাউন্সিলর নুরে আলম শেখ, তার ভাই শাহ আলম শেখসহ ১০/১৫ জন লোক আমাকে বাধা দেয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ও আমার সহযোগীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

সেন্টার ওয়ার্কসপের এডমিন মো.তফসির হোসেন বলেন, ঘটনার সময় আমি ওয়ার্কসপে ছিলাম না। তবে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে তিনি স্বীকার করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর