কুড়িগ্রাম চলতি মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে করলার আমদানি রপ্তানি কমেছে

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৫৭ বার পঠিত

 

 

 

 

কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলের বালুচরে করলার আবাদ চলতি মৌসুমে শীতের কারণে ভালো ফলন হয়নি। ২ মার্চ শনিবার সরেজমিন বিভিন্ন চরে খোঁজ খবর নিয়ে জানা গেছে,কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর, মুছার চর, ফকিরের চর, বতুয়াতলী, আকেল মামুদ, বালাডোবা ও সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর, জাহাজের আলগা, কাজিয়ার চর, দইখাওয়ার চর কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চড় সিতাইঝাড়, চর কৃষ্ণপুর পাঁচগাছী ইউনিয়নের কদমতলা নেওয়া বশ যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বালুচরে ঘুরে দেখা গেছে গতবারের তুলনায় এবার করলা আমদানি কমে গেছে, কারণ এবার প্রচন্ড শীত ও ঠান্ডার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় ।কৃষক আব্দুল মালেক, হাবিবুর রহমান ও শমসের আলী জানান পতিত জমিতে বাড়তি আয় কমে গেছে।, কাঁচা ভেলুর হাট বাজার ব্যবসায়ী বেলাল ও আব্দুল মতিন জানান বর্তমান বাজারে করলার আমদানী কম। বর্তমান বাজারদর মন প্রতি ২৫ শত। হইতে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে। এব্যাপারে বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া জানান আমার ইউনিয়নে অনেক বালুচর রয়েছে কৃষকদের কৃষি পরামর্শ প্রদান করলে বিভিন্ন জাতের ফসল উৎপাদন করা সম্ভব হবে।

এ ব্যাপারে উলিপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজেদুল করিম জানান বালু ও পরিত্যক্ত জমিতে চলতি মৌসুমে গতবারের তুলনায় উৎপাদন কম হয়েছে তবে ভালো কীটনাশক প্রয়োগ করা ভালো ফলন পাওয়া সম্ভব। মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর