কুমারখালীতে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক।
২৩/০৭/২০২০।
কুষ্টিয়ার কুমারখালীতে একটি বড় গাঁজার গাছসহ হেলাল উদ্দিন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে যদুবয়বা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই লুৎফর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে যদুবয়বা ইউনিয়নের উত্তর চাদপুর গ্রামের নিজ বাড়ি থেকে আসামীকে গাঁজার গাছসহ আটক করে।
মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন ঐ গ্রামের আবু তালেবের ছেলে।
এতথ্য নিশ্চিত করে যদুবয়বা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই লুৎফর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীর নিজ বাড়ি থেকে একটি বড় গাঁজার গাছসহ আটক করা হয়েছে।
কুমারখালী থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বাড়ি থেকে গাঁজার গাছসহ তাকে আটক করা হয়েছে।এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।