কুমারখালীতে দুগ্রুপের সংঘর্ষে নিহত-১ পুলিশ সহ আহত অর্ধশত।
কুষ্টিয়া জেলার কুমারখালীতে দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ বিল্লাল (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছে অর্ধাশধিক।
আজ সোমবার (০৬ জুলাই ২০২০) সকালে উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজারে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কুল উদ্দিন জানান, পান্টি ইউনিয়নের সারা গ্রামের মোঃ মোফাজ্জল এর ছেলে মোহাম্মদ বিল্লাল (৪৮) মারা গেছেন। এছাড়াও আহত ৭ জন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। এই মুহূর্তে এলাকায় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।