আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে কোর্টপাড়া নিবাসী মরহুম সৈয়দ জহুরুল হকের জ্যৈষ্ঠপুত্র ও সৈয়দ নূরে মাশরুরা হক, সৈয়দ এসরারুল হক, সৈয়দ নুসরাত আফজার বাবা এবং ডা এ কে এম মুনীরের সেজো খালু কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির প্রবীন আইনজীবী সৈয়দ এ এফ এম আবেদুল হক আজ মঙ্গলবার সন্ধ্যা ৭:১৫ ঘটিকার সময় কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়স্থ বড় মেয়ের বাস ভবনে বার্ধক্য জনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ আনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার শোক সংতপ্ত পরিবার মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন কুষ্টিয়ার সর্বমহলের জনগণ।