কুষ্টিয়া উপজেলার কোর্টপাড়া এলাকায় করোনা আক্রান্ত রিজিয়া খাতুন(৬৪) নামের এক সরকারী কর্মচারীর মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৪টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে কুষ্টিয়া জেলায় করোনা মৃত্যু ৪জন।
মৃত: রিজিয়া খাতুন শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা মৃত: ফকির মোহম্মদ এর স্ত্রী ও সদর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: তাপস কুমার সরকার বলেন, রিজিয়া খাতুন রবিবার রাত আড়াই টায় জ্বর ও শ্বাসকষ্ট অবস্থায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টায় তিনি মৃত্যু বরণ করেন।
কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, রবিবার রাতে রিজিয়া খাতুনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো। সেখানেই তার মৃত্যু হয়েছে। রিজিয়া খাতুন ৪র্থ করোনাক্রান্ত রোগী। গতকাল শনিবার সন্ধা পর্যন্ত জেলায় সনাক্তকৃত কোভিড-১৯ বা করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৩৪৯জন।