কুষ্টিয়া পৌর জাতীয় পার্টির কার্যালয়ে আজ ০১/০১/২০২২ ইং তারিখ সকাল ১১ ঘটিকায় জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলাপ আলোচনা সভা করা হয়। কুষ্টিয়া জেলা জাতীয় যুব সংহতির আয়োজনে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা ও আলোচনা সভা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি পারভেজ মাজমাদার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শাফায়াত হোসেন স্বপন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চাদু,আজিজুর রহমান,জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভার সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা যুব সংহতির সদস্য সচিব কাজী আব্দুল বাকির,অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম আশরাফ।অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলে বাংলাদেশে একমাত্র দল জাতীয় পার্টি হচ্ছে সন্ত্রাস, মাদকমুক্ত রাজনৈতিক দল। আসুন আমরা বুকে সৎ সাহস নিয়ে জাতীয় পার্টির কার্যক্রমে সক্রিয় ভুমিকা রাখি এবং দোয়া করেন আল্লাহতায়ালা যেন পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদকে জান্নাত নসিব করেন। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন আগামী নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে কুষ্টিয়াতে এমপি,উপজেলা,মেয়র এবং বিভিন্নি নির্বাচনে প্রার্থী থাকবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন থানা ও উপজেলার নেতাবৃন্দ ও কর্মী। সবশেষে কেক কেটে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করা হয়।