‘বাংলার মেহনতি মানুষ এক হও,দুনিয়ার মজদুর এক হও’- এ শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের কালেক্টর চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তর্বক অর্পন ও এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক সমাবেশ শুরু হয়। পরে সেখানে দলীয় নেতৃবৃন্দ কেক কাটেন।
অনুষ্ঠানে,জাতীয় শ্রমিকলীগের কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তমেজ উদ্দিন ইউসুফ আলী সভাপতিত্বে উপস্থিত ছিলেন,
কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আমজাদ আলী খান। এমময় আমজাদ আলী খান শ্রমিক লীগের নেতৃবৃন্দদের উদ্দেশ্য তার বক্তব্য বলেন,ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি৷ এসময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মো. ইয়াকুব আলী, মো. জিল্লুর রহমান, মো. হাফিজুর রহমান, আমিরুল ইসলাম, আঃ রশিদ, মো. ইন্তাজুল হক মিন্টু, কুষ্টিয়া মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেরুন নেসা বিউটি, কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান, মো. হামিদুল ইসলাম, মো. শাহিনুল ইসলাম লেবু, মোঃ পলাশ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ বাদশা আলমগীর, মোঃ আফজাল হোসেন, আঃ হামিদ, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ তরিকুল হাসান মিন্টু, মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ আলী, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক, জাহাঙ্গীর হোসেন, সহ-অর্থ সম্পাদক রেজাউল হক, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক খোমিনী, ত্রান ও পূনবার্সন বিষয়ক সম্পাদক মোঃ সরো উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সুমিত্রা সাহা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হোসনেয়া বেগম, শ্রমিক কল্যান বিষয়ক সম্পাদক মাহাবুব হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, কুষ্টিয়া শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মোঃ মাসুদুর রহমান স্বপন , কুমারখালী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সাদ্দাম, খোকসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমান, মিরপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দৌলতপুর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ মাহি বিশ্বাস, কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের নির্বাহী সদস্য মোতালেব, হাবিবুর রহমান, শাহা আলম, আসাদুল হক, মোঃ তছিম উদ্দিন, দৌলতপুর উপজেলা শ্রমিক লীগের নেতা আলহাজ্ব খায়রুল ইসলাম সিপন ও মোঃ আনিসুর রহমান প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।