কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৭০ বার পঠিত

 

 

 

কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ২৩ জুন বিকেলে চোড়হাঁস হাইওয়ে থানায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ ইউনিট খুলনা অঞ্চলের পুলিশ সুপার ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন খান, বিপিএম(বার)।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের দক্ষিণ বিভাগের ডিআইজি সালমা বেগম, অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। ঈদকে সামনে রাস্তায় জটিলতা রোধে ট্রাক বাস ও অন্যান্য যানবাহন মালিকদের সাথে মতবিনিময় করেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি চোড়হাঁস হাইওয়ে থানা, কুষ্টিয়া ও আরাপপুর হাইওয়ে থানা, ঝিনাইদহ এর অফিসার ইনচার্জদ্বয়ের নিকট নিয়মিত টহল ডিউটি করার জন্য দুইটি গাড়ির চাবি হস্তান্তর করেন।

 

 

পরিশেষে প্রধান অতিথি চোড়হাঁস হাইওয়ে থানা প্রাঙ্গণে একটি আম গাছ রোপণ করেন এবং পাশের জলাশয়ে মাছ অবমুক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর