কুষ্টিয়া গড়াই নদীতে নৌকা থেকে পড়ে শুভ নিখোঁজ

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৮৮ বার পঠিত

 

 

কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে শুভ (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া শহরতলীর চরমিলপাড়া ইকো পার্ক সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে। নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা। নিখোঁজ শুভ কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিলপাড়ার দুলাল আলীর ছেলে। শুভর বন্ধুরা বলেন, সকালে আমরা বন্ধুরা মিলে নৌকা ভ্রমণে যাই। বিকেল ৫টার দিকে নাচতে নাচতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যাই। এক পর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠে আসেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার সময় বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে করতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যান। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠে আসেননি। পানির স্রোতে তলিয়ে যান শুভ। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা থেকে অভিযান বন্ধ রয়েছে। খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে।
নৌকাতে ভ্রমণের সময় থাকা প্রত্যক্ষদর্শী রিয়াদ জানান, বালুকাটা বড় নৌকায় ১শত ১০জনকে নিয়ে আজ শুক্রবার বিকেলে গড়াই নদীতে নৌকাভ্রমণে যায়। মাঝ নদীতে নৌকার ওপরে নাচানাচি করার এসময় এক পযার্য়ে নৌকাতে থাকা শুভ (১৮), অনিক(২৪), মানিক (২১), নাঈম (২২), বিপ্লব(২০), নয়ন (১৯) নামে ছয়জন নদীতে পড়ে গেলে পাঁচজন উঠে আসতে পারলেও শুভর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক মো. জানে আলম বলেন, নদীতে পড়ে শুভ নামে এক যুবক নিখোঁজ হওয়ার পর আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি তবে খুলনার ডুবুরি দল আসছে। তারা এসে উদ্ধার অভিযান শুরু করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর