কুড়িগ্রামের চার আসনে ৩৯ প্রার্থী,১৩ জন স্বতন্ত্র

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

 

 

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ ৪৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৩৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনের প্রতিবেদনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন।

এর মধ্যে কু‌ড়িগ্রাম-১ আসনে ম‌নোনয়নপত্র জমা দি‌য়ে‌ছেন বর্তমান সংসদ সদস‌্য আসলাম হো‌সেন সওদাগর (আওয়ামী লীগ), মোস্তা‌ফিজুর রহমান (জাতীয় পার্টি), মো. আতিকুর রহমান (স্বতন্ত্র), কাজী মো. ল‌তিফুল ক‌বীর (বাংলা‌দেশ ত‌রিকত ফেডা‌রেশন), মো. আব্দুল হাই (জা‌কের পা‌র্টি), নুর মোহাম্মদ (ন‌্যাশনাল পিপলস পা‌র্টি) ও মো. ম‌নিরুজ্জামান খান ভাসানী (বাংলা‌দেশ সু‌প্রিম পা‌র্টি)।

কু‌ড়িগ্রাম-২ আসনে ম‌নোনয়নপত্র জমা দি‌য়ে‌ছেন বর্তমান সংসদ সদ‌স‌্য প‌নির উদ্দিন আহ‌মেদ (জাতীয় পার্টি), মো. জাফর আলী (আওয়ামী লীগ), আবু স‌ফিয়ান (স্বতন্ত্র), মো. আব্দুস সালাম (ন‌্যাশনাল পিপলস পা‌র্টি), মো. ম‌শিউর রহমান (জাকের পা‌র্টি), মো. হা‌মিদুল হক খন্দকার (স্বতন্ত্র), মো. আব্দুল কুদ্দুস মিয়া (ওয়ার্কার্স পা‌র্টি), মো. নাজমুল হুদা (স্বতন্ত্র), মো. শ‌ফিউজ্জামান (স্বতন্ত্র), মো. মকবুল হো‌সেন (বাংলা‌দেশ কংগ্রেস) ও শেফালী আক্তার (বাংলা‌দেশ সু‌প্রিম পা‌র্টি)।

কু‌ড়িগ্রাম-৩ আসনে ম‌নোনয়নপত্র জমা দি‌য়ে‌ছেন আব্দুস সুবহান (জাতীয় পার্টি), মো. সা‌হেব মিয়া (জাকের পা‌র্টি), মোছা‌দ্দেকুল আলম (ন‌্যাশনাল পিপলস পা‌র্টি), সৌ‌মেন্দ্র প্রসাদ পা‌ন্ডে (আওয়ামী লীগ), ডা. আক্কাছ আলী সরকার (স্বতন্ত্র), মো. আব্দুল বা‌তেন (তৃণমূল বিএন‌পি) ও মো. হা‌বিবুর রহমান (কৃষক শ্রমিক জনতালীগ)।

কু‌ড়িগ্রাম-৪ আসনে ম‌নোনয়নপত্র জমা দি‌য়ে‌ছেন
মো. রুহুল আমীন (‌জে‌পি), মো. ম‌জিবর রহমান বঙ্গবাসী (স্বতন্ত্র), মো. শ‌হিদুল ইসলাম শালু (স্বতন্ত্র), এ‌কে এম সাইফুর রহমান (জাতীয় পার্টি),‌ মো.শাহ আলম (জা‌কের পা‌র্টি), মো. জোবাইদুল ইসলাম বাদল (স্বতন্ত্র), মো. বিপ্লব হাসান (আওয়ামী লীগ), মোহাম্মদ আবু শামীম হাবীব (কৃষক শ্রমিক জনতালীগ), মো. মাছুম ইকবাল (স্বতন্ত্র), মো. আবু হা‌নিফ (স্বতন্ত্র), মো. আ‌তিকুর রহমান খান (তৃণমূল বিএন‌পি), মো. ফারুকুল ইসলাম (স্বতন্ত্র), শাহ মো. নুর-ই শাহী (স্বতন্ত্র) ও মো. আব্দুল হা‌মিদ (বাংলা‌দেশ কংগ্রেস)।

জানা গেছে, মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় প্রার্থী ছাড়াও চারটি সংসদীয় আসনে ১১ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কুড়িগ্রাম-৪ আসনে (রৌমারী, চিলমারী ও রাজিবপুর উপজেলা) সর্বাধিক সাত জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীদের তালিকা ধরে খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম-২ আসনে চার জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান ও আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী হামিদুল হক খন্দকার রয়েছেন। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে বর্তমানে জেলা কিংবা উপজেলা কমিটিতে তাদের দলীয় পদের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

কুড়িগ্রাম-৪ আসনে সাত স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। এর মধ্যে রৌমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মজিবর রহমান বঙ্গবাসী, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম শালু, একই উপজেলার বন্দবের ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মাসুম ইকবাল এবং চিলমারীর বাসিন্দা ও স্বাচিপ সদস্য ফারুকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বলেন, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনের তথ্য অনুযায়ী জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দলীয় প্রার্থী থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদানকারীদের বিরুদ্ধে এখনই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুড়িগ্রাম-২ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী মো. জাফর আলী। তিনি বলেন, ‘যাচাই-বাছাই শেষ হোক। এরপর কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর