উলিপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর প্রতি সহিংসতা ও মোকাবেলা প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও সিডা’র অর্থায়নে আজ বৃহস্পতিবার সকালে উলিপুর প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উলিপুর পেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার। নারীর প্রতি সহিংসতা ও মোকাবেলা প্রকল্পের সমন্বয়কারী লুৎফর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, সাংবাদিক তৈয়বুর রহমান, পরিমল মজুমদার, মোন্নাফ আলী, মন্জুরুল হান্নান, প্রকল্প কর্মকর্তা রত্না রানী রায়সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।