কুড়িগ্রামে মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম নুরুল ইসলাম এ রায় দেন।
মো. জাহাঙ্গীর আলম যশোরের মনিরামপুর থানার ভরতপুর গ্রামের মো. আব্দুল গণি সর্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উত্তর তিলাই গ্রামে লজিং থেকে মো. জাহাঙ্গীর আলম কুরআন শিক্ষা দিয়ে আসছিল। সেখানকার এক কিশোরীকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে ২০১৫ সালের ২ এপ্রিল অপহরণের পর ধর্ষণ করেন। এ ঘটনায় ৫ এপ্রিল কিশোরীর মা মামলা করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক।
দীর্ঘ শুনানি শেষে আদালত একটি ধারায় যাবজ্জীবন ও অপর ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। পৃথক ধারায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।