কুড়িগ্রামে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ অবহিত করণ সভার আয়োজন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, কৃষি বিভাগের উপ-পরিচালক মঞ্জুরুল ইসলাম, সাবেক সিভিল সার্জেন ডা. আমিনুল ইসলাম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু রবি বোস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বকসী, রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক বাবু উদয় শংকর চক্রবর্তী প্রমুখ।
সভা পরিচালনা করেন প্রকল্পের আঞ্চলিক কার্যালয় রংপুরের জুনিয়র কনসালটেন্ট বিকাশ কুমার শীল।
সভায় জানানো হয় দ্বিতীয় পর্যায়ের এ প্রকল্পের আওতায় হিন্দু আইন ও পূজা পদ্ধতি, ভূমি আইন, সামাজিক মূল্যবোধ, কৃষি ও বনায়ন, গবাদিপশু পালন, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা বিষয়ে জেলার ৩শত জন পুরোহিত ও ৩শত জন সেবাইত কে প্রশিক্ষণ দেয়া হবে।