কুড়িগ্রামে বিরল প্রজাতির একটি সামুদ্রিক ইলফিশ ধরা পড়েছে। আজ বুধবার (৩০ আগস্ট) সকালে খড়াই নদীর চৌধুরী পাড়া এলাকায় মাছটি ধরা পড়ে।
চার কেজি ওজনের মাছটি দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফুট। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে শিকারি মো. ফারুক হোসেনের বাড়িতে।
স্থানীয় রবিউল ইসলাম বলেন, খিরাই নদীতে যৌথভাবে খড়া জাল দিয়ে মাছ ধরতে যান হোসেন আলী, আনোয়ার হোসেন, আব্দুল করিম ও মানিক মিয়া। সকালে তাদের জালে ইলফিশ নামের মাছটি ধরা পড়ে। তারা মাছটি বাড়িতে নিয়ে এলে উৎসুক জনতা একনজর দেখার জন্য ভিড় জমান।
মাছ শিকারি মো. ফারুক হোসেন বলেন, এ রকম মাছ জীবনে দেখেনি। মাছটি সকালে খড়া জালে আটকা পড়েছে। পরে খোঁজখবর নিয়ে জানলাম মাছটি খাওয়া যাবে।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মোক্তাজির খান বলেন, এ মাছটি উপকূলীয় এলাকায় দেখা যায়। কোনো কারণে হয়তো এখানে চলে এসেছে।