কুড়িগ্রামে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

নয়ন দাস,কুড়িগ্রাম থেকে
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৮৭ বার পঠিত

 

কুড়িগ্রামের উলিপুরে সেচ পাম্পের কাছ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মফিজুল হক (৪০) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
নিহত ওই রাজমিস্ত্রী উলিপুর পৌরসভার ডারার পার এলাকার মৃত নুরু উদ্দিনের ছেলে। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শনিবার (১ মে) বিকেলে সেচ পাম্পের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, মফিজুল হকসহ অনেকে সেচ পাম্পের ঘরে কাজ করতে ছিলেন,ভুল বসত অন্য একজন সেচ পাম্পের সুইচ অন করার সাথে মফিজুর বিদ্যুৎপৃষ্ট হয় পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ মাইদুল ইসলাম জানান, মফিজুর নামের একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে হাসপাতালে আসার আগে মারা গেছেন।
উলিপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমতিয়াজ কবির বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর