কুড়িগ্রামে মৃদু ভূকম্পন অনুভূত
কুড়িগ্রামে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ও আশপাশে ভূমিকম্পন পরিমাপের মাত্রা ছিল ৬ রিখটার স্কেলে। কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পন চলাকালিন সময়ে মানুষজন আতংকগ্রস্থ হয়ে পরে। অনেকে ঘর থেকে বাইরে বেড়িয়ে আসে। এ ব্যাপারে আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এটি একটি শক্তিশালী ভূকম্পন। যার উৎপত্তিস্থল পাশ্ববর্তী দেশ ভারতের আসাম রাজ্যের শোণিতপূর জেলায়। ঢাকা আগরতলা আবহাওয়া অফিস থেকে যার দূরত্ব ৩৯৭ কিলোমিটার। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায় নাই।