কুড়িগ্রামে ১ বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩ বার পঠিত

 

 

 

কুড়িগ্রাম সদরে এক বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক থাকার পর আসামী রাতুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত রাতুল ইসলাম কুড়িগ্রাম পৌরসভার পুরাতন হাসপাতাল পাড়া এলাকার মৃত দছিজল ইসলামের ছেলে।

১১ ডিসেম্বর (সোমবার) এএসআই শাহীন আলম, এএসআই শওকত আলী সিদ্দিক গোপন সংবাদের ভিত্তিতে রিভারভিউ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এএসআই শাহীন আলম জানান, গ্রেফতারকৃত রাতুল ইসলাম এর বিরুদ্ধে চুরির মামলায় ১ বছরের সাজা হয়। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আগামিকাল বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর