কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ২ কেজি গাঁজা, ৬৮ বোতল স্ক্যাফ, ১ বোতল দেশি ও ১ বোতল বিদেশী মদ উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ২৫ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম সদরে ৫জন, উলিপুরে ১জন, সিআর ওয়ারেন্ট মূলে সদরে ১জন, রাজারহাটে ১জন, নাগেশ্বরীতে ১জন, নিয়মিত মামলায় ৯ জন, পূর্বের মামলায় ৪ জন, ১৫১ ধারায় ৩ জন সহ মোট ২৫ জন আসামী গ্রেফতার করা হয়। এবং কুড়িগ্রাম সদর থানা কতৃক ২ কেজি গাঁজা ও ফুলবাড়ী থানা কতৃক ৬৮ বোতল স্ক্যাফ, ১ বোতল দেশি,০১ বোতল বিদেশি অবৈধ মদ উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, জেলাজুড়ে অভিযান চলমান রয়েছে। যেকোন অপরাধ দমনে কাজ করছে কুড়িগ্রাম জেলা পুলিশ।