মেহেরপুরে ২টি কৃষি বিশ্ববিদ্যালয় সহ ৩ জেলায় ৫টি বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন জারি মন্ত্রণালয়ের।।

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ১১০৬ বার পঠিত

মেহেরপুরে ২টি কৃষি বিশ্ববিদ্যালয় সহ ৩ জেলায় ৫টি বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

৩ জেলায় আরো ৫টি সরকারি সাধারণ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নাটোর জেলার সদর উপজেলায় ডক্টর ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয়, নাটোর জেলার সিংড়া উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেহেরপুরের গাংনী উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুরে আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো।
সূত্র মানবজমিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর