রংপুরের গঙ্গাচড়া থেকে ১ লক্ষ টাকার জাল নোটসহ সংঘবন্ধ চক্রের তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার রাতে তাদের আটক করা হয়।
গংগাচড়া মডেল থানা পুলিশ জানায়, লালমনিরহাটের দইখাওয়া থেকে জাল টাকাসহ একটি সংর্ঘবদ্ধ চক্র রংপুর নগরীতে আসছে এমন গোপন সংবাদ পেয়ে উপজেলার মহিপুর আনুর বাজারের শাহ আলম ফিলিং স্টেশনের সামনে গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) সুশান্ত কুমার সরকারের নেতৃত্বে এসআই মকবুল হোসেন ও এএসআই আব্দুল মালেক, রাকিবুজ্জামান রানাসহ একদল পুলিশ অভিযান চালিয়ে জাল টাকাসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, রংপুর নগরীর জলকর গ্রামের এমদাদুল হকের ছেলে রিয়াজ উদ্দিন , গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারি চর ইছলী গ্রামের মৃত আলিপ উদ্দিনের ছেলে লাল মিয়া, গঙ্গাচড়া গজঘন্টার হাবু বালারহাট গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে সামসুল কবির ঘুগড়া ।
গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, মামলা দায়ের করা প্রস্তুুতি চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে।