গাঁজাসেবনকারীর তিন মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ২১৩ বার পঠিত

গাঁজাসেবনের দায়ে রাকিবুল ইসলাম (২০) নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার মুজিবনগর কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কিরে এ দণ্ডাদেশ দেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহ ম্যাজিস্ট্রেট উসমান গনি।

দণ্ডিত গাঁজাসেবী রাকিবুল ইসলাম ভবরপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে।

জানা গেছে, মুজিববনগর কমপ্লেক্সের হেলিপ্যাড এলাকায় গাঁজা সেবনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি। অভিযানে এসআই মুস্তাফিজুর রহমান ২০ গ্রাম গাঁজাসহ রাকিবুল ইসলামকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করে রাকিবুল। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন দিনের কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দণ্ডিত রাকিবুলকে মেহেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর