গাংনীতে অর্থের অভাবে পা হারাতে বসা অর্নির পাশে দাঁড়ালেন এমপি সাহিদুজ্জামান খোকন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৬৩৩ বার পঠিত

গাংনীতে অর্থের অভাবে পা হারাতে বসা অর্নির পাশে দাঁড়ালেন এমপি সাহিদুজ্জামান খোকন

তারেক,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের দিনমজুর বাবার কন্যা এবং গাংনী মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী অর্নি খাতুন নুপুরের পায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন, ৭৪ মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। সংসদ সদস্য তার নিজের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে বলেন, গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের দিনমজুর কন্যা এবং গাংনী মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ অর্নি খাতুন (নুপুর) কিছু দিন আগে সড়ক দূর্ঘটনায় ২ পা পরিপূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব আমি গ্রহণ করলাম, তিনি আরো বলেন,অর্নি খাতুন নুপুরের পরিবারের সাথে আমি মোবাইল ফোনে কথা বলেছি এবং তার পিতা-মাতাকে আশ্বস্ত করেছে।

এদিকে অর্নি খাতুন নুপুরের অসহায়ত্ব দিনযাপনের কথা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ পেলে, বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়েছেন,অর্নির মা জানান, বিকাশের মাধ্যমে দেশের বাইরে থেকে অনেক প্রবাসী আমার মেয়েকে সাহায্য করেছে, আবার অনেকে আমাকে সাহায্য করবে বলে আশ্বস্ত করেছে,তিনি আরো বলেন আমাদের গাংনীর এমপি সাহেব আমার মেয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে হয়তো এবার মেয়েটি আমার আগের মতো হাঁটতে পারবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর