গাংনীতে আগুন তাপাতে গিয়ে প্রাণ গেলো জাহানারা খাতুনের

মনিরুল গাংনী থেকে
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

 

মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে শীত নিবারণের জন্য আগুন তাপাতে গিয়ে জাহানারা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ২ সন্তানের জননী বৃদ্ধা জাহানারা চেংগাড়া গ্রামের পশ্চিমপাড়ার বদরুদ্দীনের স্ত্রী।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বৃদ্ধা জাহানারা শনিবার সকালের দিকে শীত নিবারণের জন্য নিজ বাড়ির উঠানে আদি সাজাল দিয়ে আগুন জ্বালিয়ে শরীর তাপাচ্ছিলেন। এসময় ওই আগুন তার শরীরের পোষাকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন তার পুরো শরীরের লেগে গুরুতর ভাবে আহত হয়। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক জাহানারাকে মৃত ঘোষণা করেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর