গাংনীতে আলােচিত বদি গুম মামলার রায়ে-মেয়র আশরাফুলসহ সকল আসামী বেকসুর খালাস
সাইফুল ইসলাম মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে আলোচিত বদিউজ্জামান বদি গুম মামলার রায়ে প্রধান আসামী গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলামসহ সকল আসামী বেকসুর খালাস পেয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় প্রদান করেন।
জানা যায়,গত ৮ বছর আগে গাংনী পৌর এলাকার পূর্বমালসাদহ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ছাত্রলীগ কর্মী বদিউজ্জামান বদি গাংনী বাজার থেকে নিখােঁজ হয়। বদিকে গুম করা হয়েছে এমন অভিযোগে তার বড় ভাই রবিউল ইসলাম বাদি হয়ে গাংনী পৌরসভার মেয়র ও যুবলীগ নেতা আশরাফুল ইসলামসহ ১১জনকে আসামী করে মেহেরপুর আদালতে মামলা করেন। ওই মামলার পর প্রধান আসামী মেয়র আশরাফুল ইসলামসহ অন্যান্য আসামীর হাজত হয়। পরে উচ্চ আদালতের মাধ্যমে আসামীরা জামিন লাভ করেন। দীর্ঘ ৮ বছর পর আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর আদালতে এ রায় প্রদান করা হয়। এ রায়ে আসামী পক্ষ সন্তোষ প্রকাশ করলেও,বাদি পক্ষ অসন্তোষ প্রকাশ করেছে। বাদি পক্ষের দাবি এ রায় এক তরফা হয়েছে।
এদিকে বেকসুর খালাস পাওয়ার পর মেয়র আশরাফুল ইসলাম মেহেরপুর আদালত চত্বরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার প্রতিক্রিয়ার বলেন,আদালত থেকে সুবিচার পেয়েছি।।