গাংনীতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বিষপানে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৬৩৭ বার পঠিত

গাংনীতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বিষপানে আত্মহত্যা

মেহেরপুরের গাংনীতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বিষপানে মদন হোসেন (৩৮) নামে একজন আত্মহত্যা করেছেন।

 

বুধবার(২৯অক্টোবর) সকাল ১০টার দিকে বিষপান করে।নিহত মদন উপজেলার কামালখালী গ্রামের মৃত আব্দুল মোতালেব ছেলে।

স্থানীয়রা জানান,মদন দীর্ঘদিন গরুর ব্যবসা করে আসছিল এর সুবাদে বিভিন্ন এনজিও এলাকায় কর্তৃক সুদ ব্যবসায়ীর কাছ থেকে মোটা অংকের টাকা নেন। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।রাজশাহীতে যাওয়ার পথে আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।

সিন্দুরকোটা ও কামারখালী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম আলী জানান মদন অনেক টাকা ঋণ করেছে সেই টাকা পরিশোধ করার ভয়ে বিষপানে আত্মহত্যা করেছে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর