গাংনীতে এনডিএম এর উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য,সার, গ্যাস ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩৬৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সার,গ্যাস,ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগষ্ট) ইং সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ ও গাংনী উপজেলা প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রফেসর আহসান হাবীব, মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান জনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম। সাংবাদিক লিটন মাহমুদ, অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিএম নেতা মোফাজ্জেল হোসেন, রিজভী আহমেদ, গাংনী বাজারের ব্যবসায়ী তৌহিদুল ইসলাম সহ এনডিএম এর বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর