গাংনীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামে করোনা উপসর্গ নিয়ে জয়নাল আবেদীন (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।জয়নাল আবেদীন বামন্দী শহরের খোদা বকসের ছেলে। আজ মঙ্গলবার দুপুরের দিকে নিজ বাড়িতে সে মারা যায়।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম জানান জয়নাল আবেদীনের সর্দি-কাশি ছিল। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসলে,মারা যাওয়ার কারণ বলা সম্ভব হবে।