গাংনীতে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৭২৭ বার পঠিত

 

মেহেরপুরের গাংনীতে আয়েশা খাতুন(১৬)নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আত্মহত্যার ঘটনা ঘটে।নিহত আয়েশা বাওট গ্রামের রাজধানী পাড়ার আসাদ এর মেয়ে ও বাওটা বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,নিহত আয়েশা খাতুনকে তার বাবা লেখাপড়ার জন্য বকাবকি করলে অভিমানে নিজের ঘরের টিনের ছাপড়া আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এলাকাবাসীরা জানান, আয়েশা খাতুন একজন অত্যন্ত মেধাবী ছাত্রী সে বাওট বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ফার্স্টগার্ল ছিলেন। তার মত মেয়ে আত্মহত্যা করবে সেটা আমরা কখনও ভাবিনি’।

গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান, একটি মেয়ে আত্মহত্যা করেছে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর