গাংনীতে তরুণ সমাজের উদ্যোগে রাস্তা পরিষ্কার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৬২২ বার পঠিত

গাংনীতে তরুণ সমাজের উদ্যোগে রাস্তা পরিষ্কার

মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেরাইল কুঠিপাড়ার তরুণ সমাজের উদ্যোগে ২ কিলোমিটার রাস্তা পরিষ্কার করেছে। যাতায়াত এর অচল অবস্থা দেখে নিজের রাস্তার কাদা পরিস্কার করেছে।

উল্লেখ্য যে, গত ১ মাসে ৯ জন সড়ক দুর্ঘটনায় স্বীকার হয়েছে। ৩ টা ট্রলি আটকে পড়ে। ৫ টা মহিষের গাড়ি আটকে পড়ে

তেরাইল কুঠিপাড়ার উক্ত রাস্তা দিয়ে ১০০০ একর জমির ফসল উত্তোলন করা হয়। এর ফলে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। বড় বড় গর্তের ফলে ভ্যান, অটোরিকশা, আলগামন কোন যাবাহন আসতে পারে না।

তেরাইল কুঠিপাড়া এক হাজার মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। তেরাইল কুঠিপাড়ার রাজ্জাক হোসেন বলেন, ১০ বছর আগে এই হেয়ারিং রাস্তা হয়েছিল পরবর্তীতে আর রাস্তা মেরামত করা হয় নি। এই রাস্তা দিয়ে ফসল তুলতে আমাদের অনেক ভোগান্তি হয়। আমরা খুবই কষ্টের মধ্যে যাতায়াত করছি।

তেরাইল কুঠিপাড়ার সেচ্ছাসেবক হামিদুল ইসলাম বলেন, আমাদের পাড়ায় ১ হাজার মানুষের বসবাস রাস্তাটা অনেকদিন ধরে চলাললের অনুউপযোগী। রাস্তায় চলতে আমাদের খুব কষ্ট হয়। আমরা চায় দ্রুত রাস্তায় সংস্কার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর