গাংনীতে দেবরের হাতে ভাবী খুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৪০ বার পঠিত

 

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে প্রকাশ্যে দেবরের হাতে মালা খাতুন (৩২) নামের এক ভাবী নিহত হয়েছেন। নিহত মালা ছাতিয়ান গ্রামের চেরাগীপাড়ার ইকরাম আলীর স্ত্রী। হত্যাকারী আকরাম হোসেন একই পাড়ার সোলাইমান হোসেনের ছেলে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ছাতিয়ান চেরাগীপাড়ার নিজ বাড়িতে প্রকাশ্যে দিবালোকে হত্যার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকালের দিকে
আকরাম হোসেন তার দু’শিশু পুত্রকে নির্যাতন করছিল। আকরামের বাবা বাঁধা দিতে গেলে,তাকে হামলা চালায়। এসময় তার ভাবী মালা খাতুন নির্যাতনে বাঁধা দিতে যায়। ক্ষিপ্ত হয়ে আকরামের কাছে থাকা চাকু দিয়ে ভাবী মালার পেটে আঘাত করেন।ওই আঘাতে তার পেটে নাড়ি-ভুড়ি বেরিয়ে গুরুতরভাবে আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দী শহরের একটি ক্লিনিকে নেয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে মধ্যে মারা যান।


হত্যাকারী আকরাম হোসেনের বাবা সোলাইমান জানান আকরাম একজন মাদকাসক্ত। সে প্রায়ই বাড়ির সকলকে নির্যাতন করে থাকে। আজ সকালে সে নিজের পুত্র সন্তানদের মারধর করছিল। আমি ঠেকাতে গিয়ে হামলার শিকার হই। পরে আমার বড় ছেলের স্ত্রী মালা খাতুন ঠেকাতে গিয়ে আকরামের চাকুর আঘাতে মারা যায়।


এদিকে খবর পেয়ে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান,তদন্ত ওসি সাজেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান ঘাতক আকরাম হোসেন পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর