মেহেরপুরের গাংনীতে পথিকের পাঠশালা’র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর), বিকেলের দিকে গাংনী মিশন স্কুলে এ পাঠশালার উদ্বোধন করা হয়।
রফিকুল ইসলাম পথিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
সংক্ষিপ্ত আলোচনা ভিডিও দেখতে ক্লিক করুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহি সদস্য সাবেক ছাএ নেতা সাইফুল ইসলাম সেলিম, সাবেক ছাত্রনেতা ও সমাজ বিশ্লেষক নুরুল ইসলাম রিন্টু, প্রভাষক ও গাংনী পল্লীবিদ্যুত সমিতির রিয়াজ উদ্দীন।
এসময় অন্যান্যের মধ্যে জাতীয় সাংবাদিক সংস্থা, গাংনী উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রভাষক শফিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশুদের উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয় এবং আলোচনা শেষে প্রধান অতিথি ‘পথিকের পাঠশালা’র উদ্বোধন করেন।