গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৬৬০ বার পঠিত

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুর গাংনীতে পানিতে ডুবে মিলন হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার করমদি গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিলন হোসেন করমদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মিলনের পিতা আব্দুর রাজ্জাক ও প্রতিবেশিরা জানান, মিলন হোসেন তার বাড়ির পাশে জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আলীর পুকুরে মাছ ধরতে গিয়ে ডুবে যায়।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,মিলন হোসেন নামের এক শিশু তার বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে এমন সংবাদ পেয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে সন্ধানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর