মেহেরপুরের গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বেশ বড় ব্যবধানে মোতালেব হোসেন বিজয়ী হয়েছেন। (পাঞ্জাবী) প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৮শ ১৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলর বদরুল আলম বুদু (টেবিল ল্যাম্প) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৭ ভোট।
এছাড়াও প্রার্থী শফিউল আলম (উটপাখি) প্রতীক নিয়ে পেয়েছেন ২৫০ ভোট। নির্বাচন থেকে সরে যাওয়া প্রার্থী ছানোয়ার হোসেন (পানির বোতল) প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৪৯ ভোট।
বুধবার শান্তিপূর্ণভাবে ভােটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ
ওয়ার্ডে মোট ভােটার সংখ্যা ২হাজার, ৪৬৪ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১হাজার,৬৬১ জন ভােটার ।
উল্লেখ্য,গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মকছেদ আলীর মৃত্যুর কারণে পদটি শূন্য হয়ে ছিল।
এদিকে এ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নব-নির্বাচিত কাউন্সিলর মোতালেব হোসেনকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।