গাংনীতে ফেন্সিডিলসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৭৫১ বার পঠিত

গাংনীতে ফেন্সিডিলসহ আটক-২

সাইফুল ইসলাম মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে ২০বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। আজ সোমবার সকাল ১১টায় উপজেলার নওদাপাড়া গ্রাম থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার কাজিপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২১) ও আমিরুল ইসলামের ছেলে নাজমুল হুদা বল্টু (৩৪)।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, মেহেরপুর গাংনী উপজেলার নওদামটমুড়া গ্রামের মধ্য দিয়ে ইজিবাইকে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি স্কুল ব্যাগের মধ্যে ২০ বোতল ফেনসিডিলসহ তারিকুল ইসলাম ও বল্টু হুদাকে আটক করে গাংনী থানা পুলিশ।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর