মেহেরপুর গাংনীতে মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন । অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন,গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবউদ্দীন আহমেদ, সাবেক পৌর মেয়র আহমেদ আলী প্রমুখ। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের রজনী গন্ধা ফুলের ষ্টিক দিয়ে বরণ করে নেয়া হয়। সাথে সাথে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে।