গাংনীতে রাস্তায় পানি নামাকে কেন্দ্র করে কুপিয়ে জখম এর ঘটনায় থানায় মামলা
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের বুড়িপোতা পাড়ায় টিউবওয়েলের পানি বের করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ০৪ জন আহতের ঘটনায় বৃহস্পতিবার গাংনী থানায় মামলা হয়েছে।কাজিপুর বুড়িপোতা পাড়ার আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করে। গাংনী থানার মামলা নং-১০,তারিখঃ১০-০৯-২০ইং
এর আগে গত রবিবার(০৬সেপ্টেম্বর) কাজিপুর গ্রামের বুড়িপোতা পাড়ায় টিউবওলের পানি বের করাকে কেন্দ্র করে আতিকুর রহমানের ছেলে নাজমুল হোসেন(২৮) ও মঙ্গল আলীর ছেলে বিদ্যুৎ(২২) এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মঙ্গলের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নাজমুলের পরিবারের উপর হামলা চালায়। এ সময় রক্তাক্ত জখম হয় আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন(২৮), মৃত আফিল উদ্দিনের ছেলে আতিয়ার রহমান (৫৫) ও আলেক উদ্দিন(৬৫), নাজমুলের স্ত্রী নাজমা খাতুন(২৩) আহত হন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীরা পলাতক আছে। তাদের আটকের জোর প্রচেষ্টা চলছে।