গাংনীতে সাংবাদিককে চাপা দেয়া ট্রলি চালক গ্রেপ্তার, ঘাতক ট্রলি জব্দ।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২২৭ বার পঠিত

 

মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের সাবেক সদস্য ও মেহেরপুর জজকোর্টের পেশকার মোমিনুল ইসলামকে চাপা দেয়া ট্রলি চালক রোকুনুজ্জামান (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি টীম তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। রোকুনুজ্জামান গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আবু তৈয়ব আলীর ছেলে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গত ২১ নভেম্বর সকালে নিজ অফিসে যাবার সময় সাবেক সাংবাদিক ও জজকোর্টের পেশকার মোমিনুল ইসলামকে ইট বোঝাই ট্রলি দিয়ে চাপা দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় রোকুনুজ্জামানকে আসামী করে একটি মামলা দায়ের করেন মোমিনুলের মা মোমেনা খাতুন।
এ মামলার আসামী হিসেবে রোকুনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে ঘাতক ট্রলিটিজব্দ করা হয় ঘাতক ট্রলিটিকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর